সিনিয়র আইনজীবীর বিরুদ্ধে জুনিয়রের ধর্ষণ মামলা

মোমতাজ উদ্দিন মেহেদী নামে সুপ্রিম কোর্টের এক সিনিয়র আইনজীবীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ডিএমপির পল্টন থানায় মামলা দায়ের করেছেন এক জুনিয়র।
রোববার (২৭ মার্চ) পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মনিরুল ইসলাম বলেন, গত পরশুদিন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর বিরুদ্ধে এক জুনিয়র নারী আইনজীবী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পর থেকে এ বিষয়ে আমরা তদন্তে নেমেছি। আমাদের তদন্ত চলমান রয়েছে।
এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলেও মামলার তদন্ত কাজ সঠিক পথে এগোচ্ছে বলেও তিনি জানান।
জানা গেছে, অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক।
এমএসি/জেডএস