কলেজ ফান্ডের অর্ধ কোটি টাকা লোপাট, আসামি রংপুরের অধ্যক্ষ

জাল ভাউচারের মাধ্যমে কলেজ ফান্ডের অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রংপুরের বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মু. মাজেদ আলী খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কলেজ শিক্ষক সুনীল চন্দ্র সরকার, আব্দুল্লাহ আল মামুন, মো. মিনহাজুল ইসলাম ও দেবাশীষ চক্রবর্তীর সমন্বয়ে গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটি অডিট রিপোর্ট এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে দেখা যায় ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে রংপুরের বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মু. মাজেদ আলী খান বিভিন্ন জাল ভাউচারে কলেজের ৫১ লাখ ২৭ হাজার ২৩৯ টাকা আত্মসাৎ করেছেন।
যার মধ্যে রয়েছে- অনুদানমূলক চাঁদা থেকে প্রাপ্ত ১৪ লাখ ৮৮ হাজার টাকা, ভুয়া স্থানান্তর হিসাব বাবদ ৪ লাখ ৩ হাজার ৫৯৪ টাকা, ভুয়া অন্য হিসাব স্থানান্তর বাবদ ৭ লাখ ৩৮ হাজার ২৪০ টাকা, ভুয়া ঋণ পরিশোধ বাবদ ৭ লাখ ১৬ হাজার টাকা, শিক্ষাবোর্ডে প্রদান বাবদ ১২ লাখ ৯০ হাজার ৯০৫ টাকা, বেতন অতিরিক্ত বাংলা ও ব্যবস্থাপনা বিভাগ থেকে গ্রহণ ৪ লাখ ১২ হাজার ৫০০ টাকা ও গাছ বিক্রিবাবদ ৭৮ হাজার টাকা। এভাবে মোট ৫১ লাখ ২৭ হাজার ২৩৯ টাকা।
টাকা আত্মসাৎ করার অভিযোগে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
আরএম/এমএইচএস