আনসার আল ইসলামের ৪ সক্রিয় সদস্য আটক

রাজধানীর ভাষানটেক ও গাজীপুরের টঙ্গি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৪। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে।
আটকরা হলেন, ময়মনসিংহের মো. মাহবুব আলম (২৫), কুমিল্লার মো. আমিরুল ইসলাম (২৪), কিশোরগঞ্জের মো. মামুন মিয়া (২৫) ও বরিশালের মোসা. শাহিদা বেগম (২৪)। শনিবার (১৩ ফেব্রুয়ারি) র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) এএসপি জিয়াউর রহমান চৌধুরী ঢাকা পোস্ট-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত র্যাব-৪ এর একটি দল রাজধানীর ভাষানটেক ও গাজীপুর জেলার টঙ্গিতে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ১২টি উগ্রবাদী বই, ছয়টি মোবাইলফোন, একটি ব্যাকপ্যাক ও জঙ্গিবাদী কথোপকথনের ১১৫টি স্ক্রিনশট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। অন্যদের উদ্বুদ্ধ করতে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী মতবাদ প্রচার করে আসছিল তারা। পাশাপাশি তারা চাঁদা ও নতুন সদস্য সংগ্রহও করছিলেন।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি অন্যান্য সহচরদের আটকে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
এমএসি/আরএইচ/এফআর