মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বাড়াতে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে

মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনের প্রেক্ষাপটে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বাড়াতে আমাদের নিজেদের অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ করতে হবে। এ ব্যাপারে আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হব, সে সম্পর্কে আমাদের সৎভাবে কথা বলতে হবে।
বুধবার (১৩ এপ্রিল) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুকে রাষ্ট্রদূতকে উদ্ধৃতি করে এমন বক্তব্য প্রকাশ করে।
মূলত, ২০২১ সালে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়েও প্রতিবেদন প্রকাশ করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ নিয়ে ৭৪ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে।
মার্কিন দূতাবাস জানায়, প্রেসিডেন্ট বাইডেন মানবাধিকারকে তার পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে রেখেছেন। এ অধিকার সার্বজনীন। কার জন্ম কোথায়, কার বিশ্বাস কী, কে কাকে ভালোবাসে বা কার কী বৈশিষ্ট্য সেগুলো নির্বিশেষে সকল মানুষ এ অধিকারের দাবীদার।
এনআই/ওএফ