ক্ষতিগ্রস্ত অভিবাসীদের স্বার্থ রক্ষায় সহযোগিতা চায় বাংলাদেশ

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) নেতৃত্বে যথাযথ আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আইওএম’র মহাপরিচালক এন্তোনিয়ো ভিতোরিনোর সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এই আহ্বান জানান জাতিসংঘের জেনেভা দফতরে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান।
বৈঠকে আইওএমের মহাপরিচালকে রাষ্ট্রদূত বলেন, অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। এসব অভিবাসী কর্মীদের আয়ের মাধ্যমে বাংলাদেশে লাখ লাখ পরিবারের জীবিকা সংস্থান হয়। কিন্তু করোনা মহামারির কারণে বাংলাদেশের অনেক অভিবাসী কর্মী চাকরি হারিয়েছে।
করোনার কারণে চাকরি হারিয়ে দেশে ফিরে আসা অভিবাসীদের পুনর্বাসন করার লক্ষ্যে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মহাপরিচালককে অবহিত করে রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতা কামনা করেন।
এছাড়াও রাষ্ট্রদূত অভিবাসী কর্মীদের স্বার্থ ও অধিকার রক্ষায় স্বাগতিক দেশসমূহে যথাযথ আইনি সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ বিষয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করেন রাষ্ট্রদূত।
এসময় নিরাপদ অভিবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক অনুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেন আইওএমের মহাপরিচালক। তিনি কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি অভিবাসী কর্মীদের পুনর্বাসনসহ শ্রম অভিবাসন বিষয়ে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এনআই/টিএম