চাকরির খোঁজে ঢাকায় এসে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. রিজন খান (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ মে ) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত রিজনের আত্মীয় রাজ ঢাকা পোস্টকে বলেন, গত ডিসেম্বরে আমি গ্রামের বাড়ি জয়পুরহাট থেকে তাকে সঙ্গে করে নিয়ে আসি। জয়পুরহাটে একটি কলেজে ডিগ্রির শিক্ষার্থী ছিলেন রিজন। অভাব অনটনের সংসার তাদের। ঢাকায় একটি চাকরি দেওয়ার জন্য আমি তাকে ঢাকায় নিয়ে আসি। আমরা রামপুরা বনশ্রীর ৭তলা ভবনের ছাদে মেস করে থাকতাম। আজ দুপুরের দিকে আমি রান্না ঘরে ছিলাম। হঠাৎ সাত তলার ছাদ থেকে নিচে পড়ে যায় সে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/এসকেডি