২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন, মো. আব্দুস সাত্তার (৪০) ও জসিম উদ্দিন (৩৮)।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, শুক্রবার (১৩ মে) বিকেল পৌনে ৫টার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ, ২টি মোবাইল ফোন ও নগদ সাত হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেইউ/এসকেডি