অনুগত পররাষ্ট্রনীতি দিয়ে তিস্তার পানি আনা যাবে না : সাইফুল হক

অনুগত পররাষ্ট্রনীতি দিয়ে বা ভারতীয় শাসকদেরকে তোয়াজ করে তিস্তার পানি আনা যাবে না বলে জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতির দোহাই দিয়ে বাংলাদেশ পানি থেকে বঞ্চিত হতে পারে না। সমতা, ন্যায্যতা ও আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করুন।
সোমবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ঐতিহাসিক ফারাক্কা দিবসের ৪৬তম বার্ষিকী উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সাইফুল হক বলেন, ভারত তার অভ্যন্তরীণ রাজনীতির দোহাই দিয়ে তিস্তা চুক্তি স্বাক্ষর করছে না এবং বাংলাদেশকে তার বৈধ অধিকার থেকে বঞ্চিত করে আসছে। অভিন্ন নদীর পানিতে বাংলাদেশের হক কারও দয়ার বিষয় নয়, এটা অধিকার।
ন্যায্যতা-পারস্পরিক স্বার্থের স্বীকৃতি ও আন্তর্জাতিক আইন-বিধি অনুযায়ী অভিন্ন নদীর পানির উপর দেশের ভাগ নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন সাইফুল হক।
যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধানে কার্যকরী উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান এই বাম নেতা। তিনি বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানীর প্রদর্শিত পথেই জাতীয় স্বার্থ ও জাতীয় সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে।
ঐতিহাসিক ফারাক্কা দিবস জাতীয় কমিটির আহ্বায়ক ড. শাহরিয়ার ফুহাদের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএলডিপির চেয়ারম্যান নাজিমুদ্দিন আল আজাদ, আতাউল্লাহ খান, রাজু আহমেদ, দিদারুল আলম ভূইয়া প্রমুখ।
এএইচআর/আইএসএইচ