চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পত্রিকা হকারের মৃত্যু

চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় তুহিন (৩৩) নামে এক পত্রিকা হকারের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে নগরীর কদমতলীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন সাইকেলে করে পত্রিকা বিক্রি করতেন।
তুহিনের সহকর্মী চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সম্পাদক নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ভোরে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড় এলাকা থেকে সংবাদপত্র সংগ্রহ করে কদমতলীতে যাচ্ছিলো তুহিন। কদমতলী পৌঁছানোর পর দ্রুত গতির একটি কাভার্ডভ্যান সাইকেলে ধাক্কা দিলে তুহিন গুরুতর আহত হোন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার ঢাকা পোস্টকে বলেন, কদমতলীতে সড়ক দুর্ঘটনায় তুহিন গুরুতর আহত হোন। পরে স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তুহিন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা বেলালের ছেলে। তিনি ৩ সন্তানের জনক বলে জানা গেছে।
এমএইচএস