উত্তর বাড্ডায় স’মিলে আগুন

রাজধানীর বাড্ডা থানাধীন উত্তর বাড্ডা সাঁতারকুল রোডের একটি স’মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি ঢাকা পোস্ট-কে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল আহসান।
তিনি বলেন, আগুনের খবরে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তিনি বলেন, পুরোপুরি অগ্নি নির্বাপণের ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কী কারণে আগুন লেগেছে তাও খতিয়ে দেখা হবে।
জেইউ/এফআর