অন্যের স্ত্রীকে বিয়ে করায় গেটম্যানকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় আই সি ডি গেটের সামনে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. শাহিন (৩৮) নামে রেলওয়ের এক গেটম্যানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত কাঞ্চন শিকদারকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ জুন) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গত রাত সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
কমলাপুর রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠাই।
তিনি বলেন, কাঞ্চন শিকদার নামের এক ব্যক্তির সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে বলে জানা যায়। এই ঘটনায় অভিযুক্ত কাঞ্চনকে আটক করা হয়েছে।
মিঠু নামে একজন ঢাকা পোস্টকে বলেন, শাহিন রেলওয়ে গেটম্যান হিসেবে কাজ করত। একমাস আগে সে কাঞ্চনের স্ত্রী রাশিদা বেগমকে বিয়ে করে। এই নিয়ে কাঞ্চনের সঙ্গে শত্রুতা সৃষ্টি হয়। এ নিয়ে গত সন্ধ্যার দিকে শাহিনকে ছুরিকাঘাত করে কাঞ্চন। পুলিশ তাকে আটক করেছে বলে শুনেছি।
তিনি আরও জানান, নিহতের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার হাটধলা গ্রামে। সে মৃত আবদুল কাদিরের ছেলে।
এসএএ/আইএসএইচ