রক্তদাতা দিবসে ৯৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে রেড ক্রিসেন্টের সম্মাননা

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বেচ্ছা রক্তদাতা ৭২ ব্যক্তি এবং ২৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পাঁচটি ক্যাটাগরিতে ৯৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ বছর সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) রেড ক্রিসেন্ট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, ব্যক্তি পর্যায়ে বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাকে। আর প্রতিষ্ঠান পর্যায়ে এসওএস শিশু পল্লী, নটর ডেম কলেজ, বেপজা, ঢাকা কমার্স কলেজ, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়, ব্যাংক এশিয়া, রেড ক্রিসেন্ট ঢাকা জেলা, ঢাকা সিটি, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ ইউনিটসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদ দেন সোসাইটির বোর্ড সদস্য ডা. রোকেয়া সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড সদস্য মো. আতিকুল হক শামীম ও সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম।
সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম বলেন, প্রতি বছর দুই লাখ ব্যাগ রক্ত দেওয়ার সক্ষমতা রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির, যা দেশের মোট রক্তের চাহিদার ১১ শতাংশ। রক্ত দিতে সাধারণ মানুষকে উৎসাহিত করে রক্তদান কার্যক্রম আরও বেগবান করার মধ্য দিয়ে এই হার আমরা ২৫ শতাংশে উন্নীত করতে চাই।
যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্ত দিয়ে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরসহ সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করাই এ সম্মাননার উদ্দেশ্য বলে জানান সোসাইটির ব্লাড প্রোগ্রাম বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার।
৬৮ বার রক্তদাতা বোর্ড সদস্য মো. আতিকুল হক শামীম সবাইকে রক্তদানে উদ্বুদ্ধ হতে আহ্বান জানান।
সংস্থাটি জানায়, ‘রক্তদান সংঘবদ্ধতারই প্রকাশ, এ কাজে যুক্ত হোন, জীবন বাঁচান’ প্রতিপাদ্যে এ বছর সারাবিশ্বে পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সারাদেশে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিরও আয়োজন করে।
এনআই/আইএসএইচ