মহানবীকে কটূক্তির প্রতিবাদে ওলামা মাশায়েখ পরিষদের মানববন্ধন

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটূক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।
বুধবার (১৫ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল সাড়ে ৩টার দিকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি হেমায়েত উল্লাহ কাসেমির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস।
মানববন্ধনে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বক্তারা আরও বলেন, ভারতে মহানবীকে নিয়ে কটূক্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা মূলত মুসলমানদের বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারকে অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে কটূক্তির বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে হবে। একইসঙ্গে চলমান সংসদে নিন্দা প্রস্তাব রাখতে হবে।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মাহবুবুল আলমসহ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
আইএসএইচ