পদ্মা সেতু প্রধানমন্ত্রীর সক্ষমতার উজ্জ্বল উদাহরণ

বাঙালি সাংস্কৃতিক বন্ধনের সাধারণ সম্পাদক সাইফুল আজম বাশার বলেছেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাহসিকতা, সততা ও সক্ষমতার উজ্জ্বলতম উদাহরণ। প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছেন। তার সাহসিকতা, সততা ও দূরদর্শিতার কাছে দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাঙালি সাংস্কৃতিক বন্ধনের উদ্যোগে ২০টি সাংস্কৃতিক সংগঠনের যৌথ আয়োজনে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালির আগে তিনি এসব কথা বলেন। র্যালিতে সভাপতিত্ব করেন বাঙালি সাংস্কৃতিক বন্ধনের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান সজল।
তিনি আরও বলেন, বাংলাদেশ নিজস্ব অর্থে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করে অর্থনৈতিক সক্ষমতার উজ্জ্বলতম উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে নিজস্ব অর্থে পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার সাহসিকতা, সততা এবং দূরদর্শিতায় দেশ অর্থনৈতিক সক্ষমতার এক উজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছে। পদ্মা সেতু শুধু দক্ষিণাঞ্চলের ১৮টি জেলার নয় বরং সমগ্র বাংলাদেশের গৌরব-সন্মান ও উন্নয়নের প্রতীক।
এ সময় র্যালিটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। এতে ২০টি সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।
আইবি/এসকেডি