জুরাইনে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

২৫ জুন ২০২২, ১০:৪১ পিএম


জুরাইনে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

ফাইল ছবি

রাজধানীর কদমতলী থানার জুরাইন চেয়ারম্যান বাড়ি কমিশনার রোড এলাকায় গোলাম রাব্বি খান (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টায় মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা হাবিব খান ঢাকা পোস্টকে বলেন, আমি নামাজ পড়ে মোবাইল বন্ধ করে রেখেছিলাম। ফোন চালু করার পরে খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসি। এসে দেখি আমার ছেলে আর নেই। কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে এখন পর্যন্ত কিছুই বলতে পারছি না।

তিনি আরও বলেন, আমার ছেলে একটি কারখানার কর্মচারী হিসেবে কাজ করত। আমরা জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় ভাড়া থাকি। আমার দুই মেয়ে এক ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কদমতলী থানাকে অবহিত করেছি। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছু জানতে পারিনি।

এসএএ/ওএফ

Link copied