ঢাকা-আশুলিয়া সড়ক না ব্যবহারের অনুরোধ, বৃষ্টির কারণে যানজট

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই ২০২২, ১১:৫০ এএম


ঢাকা-আশুলিয়া সড়ক না ব্যবহারের অনুরোধ, বৃষ্টির কারণে যানজট

রাত থেকেই রাজধানী ঢাকাসহ এর আশপাশের এলাকায় বৃষ্টি। বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট এড়াতে আপাতত সড়কটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপি সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া সড়কে শত শত গাড়ি আটকে রয়েছে। সড়কটি সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। এই যানজটের প্রভাব পড়ছে সাভার ও ঢাকা মহানগরেও। ইতোমধ্যেই রাজধানীতেও যানজট তো সৃষ্টি হয়েছে। তাই এই যানজট নিরসনে আপাতত ঢাকা-আশুলিয়া সড়ক ব্যবহার না করতে ডিএমপি অনুরোধ জানিয়েছে।

বুধবার (৬ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া রোডে গাড়ির ধীরগতি এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাই এই রাস্তাটি আপাতত ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হলো। এতে যানজট এড়ানো সম্ভব হবে এবং ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

এমএসি/এমএইচএস

Link copied