সূত্রাপুরে ছুরিকাঘাতে যুবককে হত্যার অভিযোগ, পুলিশ বলছে আত্মহত্যা

রাজধানীর সূত্রাপুরের ধোলাইখাল রুকুনপুরের পাঁচ ভাই লেন এলাকায় মো. জাবেদ আলী (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জাবেদের স্বজন বলছে, তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে তিনি আত্মহত্যা করেছেন।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় জাবেদ আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাবেদ আলীর মামা মো. আজিম জানান, জাবেদ ইলেক্ট্রিশিয়ান ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে বাসায় ফেরার পথে শাওন নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করে। এরপর আমরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
তিনি আরও বলেন, গত পরশুদিন শাওন নামে এক যুবকের সাথে আমার ভাগ্নের কথা কাটাকাটি হয়েছে শুনেছি। এরপর বাসায় ফেরার পথে সে ছুরিকাঘাত করেছে বলে জানতে পেরেছি।
এদিকে এ বিষয়ে জানতে চাইলে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মইনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে এটি হত্যা বলে মনে হয়নি। আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখেছি, তাতে সে নিজেই ধারাল অস্ত্র চালায়। এখন পর্যন্ত আমরা হত্যার কোনো আলামত পাইনি। তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
এসএএ/এনএফ