রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের কাটাখালী এলাকায় নিজ ঘরে আগুনে পুড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে মধ্যম নাথপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে নিহত বিনায়েত নাথ স্থানীয় বিধান নাথের ছেলে।
ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা লিটন হায়দায় বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুন লাগার পর বসতঘর থেকে সবাই বের হতে পারলেও শিশুটি বের হতে পারেনি। এতে ঘরের ভেতরই দগ্ধ হয়ে শিশুটি মারা যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি বসতঘর পুড়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
মৃত শিশুর বাবা বিধান নাথ বলেন, ঘরে আগুন লাগার পর চারদিক ধোয়ায় অন্ধকার হয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা যে যেভাবে পেরেছে বের হয়ে গেছে। কিন্তু আমার তিন বছরের ছেলেটিকে বের করতে পারেনি।
কেএম/জেডএস