কৃষিতে বাংলাদেশ-ব্রাজিল একসঙ্গে কাজ করবে

ব্রাজিল সফরের দ্বিতীয় দিনে (বুধবার) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম রাজধানী ব্রাসিলিয়ায় ব্যস্ত সময় পার করেছেন। প্রতিমন্ত্রী ব্রাজিলের কৃষি উপমন্ত্রী মার্সিও এলি আলমেইদা লিয়ান্দ্রোর সঙ্গে বৈঠকে মিলিত হন।
বৈঠকে ব্রাজিল-বাংলাদেশ কৃষি সহযোগিতা, বিশেষ করে প্রযুক্তি হস্তান্তর বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ব্রাজিল থেকে আরও বেশি পরিমাণে সয়াবিন ও চিনি আমদানির সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
ব্রাজিলের কৃষি উপমন্ত্রী মার্সিও লিয়ান্দ্রো দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে অধিকতর যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে পণ্য বহুমুখীকরণের বিকল্প নেই বলে উল্লেখ করেন।
একইদিনে প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্রাসিলিয়ার বোটানিক্যাল গার্ডেনে একটি অমলতাস বৃক্ষ রোপণ করেন।
ব্রাজিলের একটি টিভি চ্যানেল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার নেয়। এক প্রশ্নের জবাবে, প্রতিমন্ত্রী বর্তমান সরকারের অধীনে বিগত এক দশকের বেশি সময়ে ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে ধারণা দেন।
সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ আমেরিকার আঞ্চলিক বাণিজ্য ব্লক মার্কসুরের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশের অন্তর্ভুক্তি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি দুই দেশের কৃষিক্ষেত্র ও ভাষা শিক্ষায় সহযোগিতা বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশে আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ উল্লেখ করে ব্রাজিলের ব্যবসায়ীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য উৎসাহিত করেন।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রাসিলিয়ার বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। তিনি ব্রাজিলে বাংলাদেশের বাজার সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে মিশনের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রম করার নির্দেশনা দেন।
দিনের শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রাজিলের কেন্দ্রীয় বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা অ্যাপেক্স ব্রাজিল আয়োজিত গোলটেবিল বৈঠকে মিলিত হন। এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দিন ও ব্রাজিল-বাংলাদেশ চেম্বারের প্রতিনিধিরা এতে অংশ নেন। বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার আমদানির-রপ্তানি এবং বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা এবং বাণিজ্য বহুমুখীকরণ নিয়ে আলোচনা হয়।
এনআই/আরএইচ