বেজা চেয়ারম্যান বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরামের সভাপতি নির্বাচিত

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরামের ২০২২-২০২৫ মেয়াদে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
গতকাল (২২ জুলাই) গুলশান ইয়ুথ ক্লাবে অনুষ্ঠিত ফোরামের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন। এছাড়া ফোরামের সহ-সভাপতি নির্বাচিত হন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন। শনিবার (২৩ জুলাই) বেজা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শেখ ইউসুফ হারুন দীর্ঘদিন দিন থেকে টেনিস প্লেয়ার্স ফোরামের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় সদস্য হিসেবে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব। স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন লন টেনিস প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি পুরস্কারপ্রাপ্তও হয়েছে।
শেখ ইউসুফ হারুন ১৯৮৬ সালের অষ্টম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢাকা ও গোপালগঞ্জের জেলা প্রশাসক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি), সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ ও পদোন্নতি শাখার (এপিডি) অতিরিক্ত সচিব, জনপ্রশাসন সচিব এবং একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গত বছরের ৬ জুলাই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।
এসআর/এসকেডি