পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের ভাইস মিনিস্টার হোন্ডার সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফরত জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার হোন্ডা তারো। দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা।
রোববার (২৪ জুলাই ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. মোমেনে ও ভাইস মিনিস্টার হোন্ডা তারোর এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বৈঠকে সদ্য প্রয়াত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজা আবেকে স্মরণ করেন ড. মোমেন। বাংলাদেশে-জাপানের বিভিন্ন প্রকল্পে আবের অবদানের কথাও স্মরণ করেন তিনি।
মোমেন-তারো আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সহযোগিতার বিষয়ে আশ্বাস প্রদান করেন। বিশেষ করে জাতিসংঘের মতো বহুপাক্ষিক প্লাটফর্মে কীভাবে বাংলাদেশ-জাপান আরও কাজ করতে পারে সেটা আলোচনায় এসেছে।
তারা রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাপানের সহযোগিতা চান। তারো রোহিঙ্গা ইস্যুতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এনআই/এনএফ