ইব্রাহিম খালেদের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের সুষ্ঠু বিকাশে খোন্দকার ইব্রাহিম খালেদ যে মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন, তা এদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
রাষ্ট্রপতি মরহুম খোন্দকার ইব্রাহিম খালেদের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর শোক বার্তায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় শেখ হাসিনা বলেন, দেশের ব্যাংকিং সেক্টরের বিকাশে খোন্দকার ইব্রাহিম খালেদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্পিকারের শোক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শােক সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রীদের শোক
শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শোক বার্তায় শিল্পমন্ত্রী বলেন, খোন্দকার ইব্রাহিম খালেদ দক্ষতার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং ও অর্থনীতি ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, চলে গেলেন বিশিষ্ট অর্থনীতিবিদ খােন্দকার ইব্রাহিম খালেদ। রাষ্ট্র ও সমাজের বাতিঘর হিসেবে কাজ করা মানুষগুলাে একে একে চলে যাচ্ছেন। অপূরণীয় শূন্যতা নেমে আসছে।
খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শোক জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, খোন্দকার ইব্রাহিম খালেদ ছিলেন ব্যাংকিং খাতের এক উজ্জ্বল নক্ষত্র। এক্ষেত্রে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
বিরোধীদলীয় নেতার শোক
খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, প্রখ্যাত ব্যাংকার ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন যোদ্ধা খোন্দকার ইব্রাহিম খালেদের বহুমুখী কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল ২০১০ সালে পুঁজিবাজারে ধ্বংসের পর তদন্ত প্রতিবেদন প্রণয়ন। আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন নিয়েও গণমাধ্যমে সরব ছিলেন প্রয়াত এ ব্যাংকার।
তিনি আরও বলেন, উচ্ছ্বল, প্রাণবন্ত, মননে তরুণ খোন্দকার ইব্রাহিম খালেদ ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠানের জটিল হিসাব নিকাশ করেছেন সহজ সরলভাবে। কর্মজীবনে তুমুল ব্যস্ততার মধ্যেও পছন্দ করতেন শিশু কিশোরদের সান্নিধ্য। জীবনে শেষ পর্যন্ত অঙ্গাঙ্গী যুক্ত ছিলেন কেন্দ্রীয় কচিকাঁচার আসরের সঙ্গে। বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। এক শোকবার্তায় জিএম কাদের বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন খোন্দকার ইব্রাহিম খালেদ। দেশের ব্যাংকিং ব্যবস্থা আধুনিকায়নে তার অবদান অনস্বীকার্য। খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে দেশ এক প্রতিভাধর সন্তানকে হারাল।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
অপর এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার ফেসবুক পেজে লেখেন, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেন খোন্দকার ইব্রাহিম খালেদ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর শোক
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং কচিকাঁচার মেলার সাবেক পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শোক বার্তায় তিনি বলেন, ‘তার মৃত্যুতে দেশের অর্থনীতি ও গবেষণায় অপূরণীয় ক্ষতি হয়ে গেল। শেয়ার মার্কেটের লুটপাটের বিরুদ্ধে সবসময় তিনি ছিলেন সোচ্চার। তিনি ছিলেন মানবিক ও মহৎ মনের অধিকারী।’ শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশ করেছেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সভাপতি ও অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ। শোকবর্তায় তিনি বলেন, আমি কত গভীরভাবে শোকাহত বলতে পারব না, আমি বিদ্ধস্ত। যদিও বিগত কয়েকদিন ধরে মনে হচ্ছিল তার ফিরে আসার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে, তবুও বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে যে খোন্দকার ইব্রাহিম খালেদের ইন্তেকাল হয়ে গেছে। সবই সৃষ্টির চূড়ান্ত পরিকল্পক, চূড়ান্ত নিয়ন্ত্রক আল্লাহ তা’আলার ইচ্ছা। আমি কায়মনোবাক্যে দোয়া করি আল্লাহ যেন তাকে মাগফিরাত দান করেন এবং তার ওপর অফুরন্ত রহমত বর্ষণ করেন।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়েছে, খোন্দকার ইব্রাহীম খালেদ-এর মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি গভীর শোক প্রকাশ করছে। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির জীবন সদস্য ও সমিতির কার্যনির্বাহক কমিটির নির্বাচিত সহ-সভাপতি ছিলেন একবার, কোষাধ্যক্ষ দুইবার এবং তিনবার কমিটির সদস্য পদে নিয়োজিত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রেখেছেন। জীবদ্দশায় তিনি গণমানুষের উন্নয়নের লক্ষ্যে দেশের ব্যাংকিং ব্যবস্থায় ব্যাপক গবেষণা কর্ম ও প্রাগ্রসরচিন্তার সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে বিরল সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। তার স্মৃতি আমাদের কাছে অর্থনীতিবিদদের সামাজিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে চিরজাগরুক থাকবে।
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সভাপতি শারমীন রিনভী ও সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম এক শোক বার্তায় বলেন, দেশের ব্যাংকিং খাতের বিকাশে খোন্দকার ইব্রাহিম খালেদের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তারা মনে করেন, খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে দেশ একজন খ্যাতিমান ব্যাংকার ও অর্থনৈতিক বিশ্লেষক হারাল।
অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালীন ভোর ৫টা ৪৫ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
এইউএ/পিএসডি/এইচআর/এসআই/আরএম/এনআই/জেডএস
