চট্টগ্রামে ৩ কোটি ৩৫ লাখ টাকার আফিমসহ কারবারি আটক

চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে প্রায় ৩ কেজি ৩৫০ গ্রাম আফিমসহ এক মাদককারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা আফিমের মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।
সোমবার (১ আগস্ট) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার (৩১ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে শিকলবাহা এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশি করে কাকন মল্লিক (৩৬) নামে একজনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়েছে। এছাড়া এই সময় সাড়ে তিন লিটার চোলাই মদও জব্দ করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, কাকন মল্লিক দীর্ঘদিন ধরে বান্দরবান জেলার থানচি এলাকা থেকে আফিম ও অন্যান্য মাদক ক্রয় করে পরে তা খুচরা বাজার দরে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।
কেএম/জেডএস