কদমতলীতে লোহার প্লেট চাপা পড়ে প্রাণ গেল শ্রমিকের

রাজধানীর কদমতলী এলাকায় লোহার প্লেট নিয়ে যাওয়ার সময় চাপা পড়ে আমির হোসেন (৩৪) নামে এক শ্রমিক মারা গেছেন।
সোমবার (১৫ আগস্ট ) সকাল সাড়ে ১০টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমির হোসেনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা সহকর্মী মনির ঢাকা পোস্টকে বলেন, হাসান ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন আমির হোসেন। আজ সকালে লোহার প্লেট মাথায় করে নিয়ে ভেতরে ঢোকার সময় পা পিছলে ওই প্লেটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি শরীয়তপুর জেলায়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কদমতলী থানাকে জানিয়েছি।
এসএএ/এমএ