স্মারক অনুমোদন, গ্রিসে বছরে কর্মসংস্থান হবে ৪-৫ হাজার বাংলাদেশির

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট ২০২২, ০৫:৪৮ পিএম


স্মারক অনুমোদন, গ্রিসে বছরে কর্মসংস্থান হবে ৪-৫ হাজার বাংলাদেশির

বাংলাদেশ ও  গ্রিসের মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে বছরে চার থেকে পাঁচ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক বা দক্ষ ব্যক্তির কর্মসংস্থান হবে সেদেশে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিকের (গ্রিস) মধ্যে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক মন্ত্রিসভা ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে। এটি একটি গুড নিউজ। এ স্মারকের পরিপ্রেক্ষিতে বছরে চার থেকে পাঁচ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক বা দক্ষ ব্যক্তিরা যেতে পারবেন এবং তারা পাঁচ বছরের জন্য একটি ওয়ার্ক পারমিট পাবেন। পারফরম্যান্স বা নিয়মানুযায়ী সেটা পরবর্তীতে যদি বাড়ানো হয়, তাহলে আরও থাকতে পারবেন।’

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘যতদিন এ স্মারক থাকবে ততদিন বছরে চার থেকে পাঁচ হাজার বাংলাদেশি  গ্রিসে অফিসিয়ালি যেতে পারবেন। আর প্রায় ১৪-১৫ হাজার, যারা আন-অথরাইজড ভিসায় রয়ে গেছেন, তারাও এর মাধ্যমে সেখানে বৈধতা পাবেন। এটি আমাদের জন্য খুবই ভালো একটি স্মারক।’

এসএইচআর/আরএইচ

Link copied