মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Dhaka Post Desk

এমরান হোসেন তালুকদার

২৫ আগস্ট ২০২২, ০৯:৪৫ পিএম


মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের রাজধানী মালেতে মো. ফয়সাল ইমরান নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার রাতে ব্রেন স্ট্রোক করে তিনি মারা যান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মো. হারুন মিয়ার ছেলে।

জানা যায়, বুধবার রাতের খাবার শেষে স্বাভাবিক অবস্থায় ফয়সাল ঘুমাতে যান। এর এক ঘণ্টার মধ্যে তিনি হঠাৎ স্ট্রোক করেন। এরপর তার সহকর্মীরা তাকে দেশটির রাজধানী মালের আইজিএমএইচ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার ব্রেন স্ট্রোক হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ফয়সাল ইমরানের অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ইমরানের সাত মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

Link copied