কারখানায় র‍্যাবের অভিযান, বিপুল পরিমাণ নকল জুস জব্দ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ আগস্ট ২০২২, ০৩:৩১ পিএম


কারখানায় র‍্যাবের অভিযান, বিপুল পরিমাণ নকল জুস জব্দ

রাজধানীর গাবতলীর আমিনবাজার এলাকায় অনুমোদনবিহীন ও নকল জুস তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযান এখনও চলমান রয়েছে।

সোমবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান শুরু হয়। এসময় বিপুল পরিমাণ নকল জুস জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

dhaka post

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, আমিনবাজার এলাকায় ফ্রুটি নামক নকল জুস প্রস্তুতকারী ‘শাপলা ফুডস অ্যান্ড বেভারেজ’ নামে বিশাল এক ফ্যাক্টরিতে অভিযান চলছে।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই নকল জুস তৈরি করত। অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ নকল জুস জব্দ করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এমএইচএস

Link copied