চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় রিকশাযাত্রীর মৃত্যু

চট্টগ্রামের বায়েজিদের অক্সিজেন এলাকায় ট্রাকের ধাক্কায় কমল (৪৫) নামের এক রিকশাযাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান ঢাকা পোস্টকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কমল রিকশাযোগে অক্সিজেন এলাকায় যাওয়ার পথে পেছন থেকে ট্রাকটি রিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন কমল। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেএম/এমএ