চট্টগ্রামে আইওআরএ’র চার‌ দিনব্যাপী কর্মশালা শুরু

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:০৬ এএম


চট্টগ্রামে আইওআরএ’র চার‌ দিনব্যাপী কর্মশালা শুরু

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মেরিটাইম অ্যাসিসট্যান্স এবং সার্চ অ্যান্ড রেসকিউ এক্সারসাইজের (এসএআরইএক্স-২০২২) চার‌ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) এ কর্মশালা শুরু হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি (এএমএসএ), আইওআরএ সেক্রেটারিয়েট, অস্ট্রেলিয়ার ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফটিএ) বিভাগ এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কর্মশালার আয়োজন করেছে। 

কর্মশালার শুরুর দি‌নে বাংলাদেশ নৌ-বাহিনীর একজন, বাংলাদেশ কোস্ট গার্ডের একজন এবং অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ এবং শ্রীলঙ্কাসহ নয়‌ বিদেশি কর্মকর্তা এতে অংশ নেন।

এনআই/এমএইচএস

Link copied