সাজেদা চৌধুরীর মরদেহে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দা সাজেদা চৌধুরীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ফুল দিয়ে বর্ষীয়ান এ নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরী মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের দুঃসময়ে সৈয়দা সাজেদা চৌধুরী দলের অন্যতম কান্ডারির ভূমিকা পালন করেছিলেন।
ড. মোমেন বলেন, দেশ ও জনগণের কল্যাণে সৈয়দা সাজেদা চৌধুরীর অবদান ও ত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে আমাদের রাজনৈতিক অঙ্গনে তথা দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
ফরিদপুরের নগরকান্দায় সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সরকারি মানবেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
সেখানে জানাজা শেষে তার মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সাজেদা চৌধুরীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে বিকেলে সাজেদা চৌধুরীর দ্বিতীয় জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়।
এনআই/আরএইচ