আওয়ামী লীগ উন্নয়নের সরকার : পরিকল্পনামন্ত্রী

Dhaka Post Desk

বাসস

১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৩১ পিএম


আওয়ামী লীগ উন্নয়নের সরকার : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তৃণমূল পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে সব মানুষের কল্যাণে কাজ করছে।

শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা কমিটির নির্বাহী সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা শাহেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এম.এমান্নান বলেন, ধর্মীয় নেতাদের ন্যায় কাজী সমাজকেও মানুষ সম্মান করে। তাই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাদের অবশ্যই পাশে পাব, এটা আমাদের বিশ্বাস।

এসকেডি

Link copied