চট্টগ্রামে শিশুর মরদেহ উদ্ধার

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৪ পিএম


চট্টগ্রামে শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বন্দর থানার পোর্ট কলোনির একটি পরিত্যক্ত বাসা থেকে সাত বছরের এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শিশুটির বাবা পেশায় একজন রিকশাচালক। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। চট্টগ্রামে হালিশহরের বড়পুল এলাকায় পরিবারের সঙ্গে মেয়েটি বসবাস করতো।  

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। 

তিনি বলেন, শনিবার দুপুরে দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে মেয়েটি আর ফেরেনি। এরপর আজ সকালে স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

কেএম/এমএ

Link copied