বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে পদক্ষেপ নেবে সরকার

বিমানবন্দরে প্রবাসীদের বিদ্যমান দুর্দশা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যাত্রীদের অতিমাত্রায় হয়রানি লাঘবে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার সকালে লন্ডনের মারিয়ট হোটেলে বিবিসিসিআই নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনশক্তি যা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন এবং মানুষের জীবন উন্নত করা সম্ভব। এ জন্যে প্রয়োজন দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।
প্রবাসী বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধুমাত্র যুক্তরাজ্যে ক্যাটারিং সেক্টরে দক্ষ জনশক্তির প্রচুর চাহিদা পূরণে দেশে ক্যাটারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সব রকমের সহযোগিতা করা হবে।
দেশের স্বাস্থ্য খাত এবং কৃষি খাতে বিনিয়োগের জন্য ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু ছাড়াও চেম্বারের ডিজি এএইচএম নূরুজ্জামান, ফাইন্যান্স ডিরেক্টর আতাউর রহমান কুটি, বিবিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট অ্যাডভাইজর এমিরেটাস শাহাগির বক্ত ফারুক, সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট বশির আহমদ ও ডিরেক্টর অ্যান্ড অ্যাডভাইজর শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসকেডি