মিরসরাইয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৬ এএম


মিরসরাইয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলী ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে মো. শহিদুল ইসলাম আকাশ (২৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ( ১৯ সেপ্টেম্বর) রাতে হিঙ্গুলী ইউনিয়নের চিনিকির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

মো. শহিদুল ইসলাম আকাশ (২৫) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গুলী এলাকার মো. নূর ইসলামের ছেলে। তিনি পেশায় ফার্নিচার ব্যবসায়ী।
 
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন। 

তিনি বলেন, আজ সন্ধ্যা ৬টার দিকে পূর্ব শত্রুতার জেরে শহিদুল ইসলাম আকাশকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। তাকে চিনকির বাজারে নিজের দোকানে কুপানো হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।  

কেএম/এসকেডি

Link copied