যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য

Dhaka Post Desk

ঢামেক প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩২ পিএম


যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ রেলগেট এলাকায় বাসে শামসুল আলম (৪০) নামের এক পুলিশ সদস্য অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

পরে পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায় বলাকা বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন পুলিশের এক সদস্য। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে পাকস্থলী ওয়াশ  দিয়ে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল হিসেবে কর্মরত আছেন তিনি।

এসএএ/এমএ

Link copied