বাংলাদেশকে ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য হওয়ার প্রস্তাব

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২২, ১১:১৪ পিএম


বাংলাদেশকে ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য হওয়ার প্রস্তাব

বাংলাদেশকে ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশনের (ডিসিও) সদস্য হতে প্রস্তাব করেছেন সংস্থাটির মহাসচিব দীমা আল ইয়াহিয়া।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাত করেন সংস্থাটির মহাসচিব।

এ সময় বাংলাদেশকে ডিসিওর সদস্য হতে সংস্থাটির মহাসচিব প্রস্তাব দেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইট বার্তায় জানানো হয়।

উল্লেখ্য, ডিসিও ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১১টি। সংস্থার প্রধান কার্যালয় সৌদি আরবের রিয়াদে অবস্থিত।

একই দিন স্থায়ী মিশনে ডিসিওর মহাসচিব ছাড়াও পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি অর্গানাইজেশনের (সিটিবিটিও) নির্বাহী সম্পাদক ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এনআই/ওএফ

Link copied