বিকেএসপিতে নতুন ডিজি, শাহ আমানত বিমানবন্দরে পরিচালক

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৫ এএম


বিকেএসপিতে নতুন ডিজি, শাহ আমানত বিমানবন্দরে পরিচালক

সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। 

বুধবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

এ পদে নিয়োগের কারণে তার চাকরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এ কর্মকর্তাকে বদলিপূর্বক বিকেএসপির মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগপূর্বক তার চাকরি সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার তাসলিম আহমেদ। তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।

এসএইচআর/জেডএস

Link copied