কদমতলীতে স্কুল ছাত্রের আত্মহত্যা

রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় হাসান (১৭) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।
মৃত হাসানের ভাই রাজু ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই জনতাবাগ হাইস্কুলের বাণিজ্য বিভাগের দশম শ্রেণির ছাত্র ছিল। আজ ভোররাতে সে নিজের রুমে গলায় ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাই বেঁচে নেই।
রাজু আরও জানায়, আমাদের সাথে এমন কোনো ঘটনা ঘটেনি যে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে। কী কারনে সে গলায় ফাঁস দিল সেটা বুঝতে পারছি না।
দুই ভাই এক বোনের মধ্যে হাসান ছিল সবার ছোট। কদমতলীর রায়েরবাগ জনতাবাগে একটি টিনশেড বাসায় ভাড়া থাকত তারা। হাসানের বাবার নাম ইলিয়াস হোসেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।
এসএএ/এনএফ