আরবি ভাষা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ৪ মার্চ

সৃজনশীল, দক্ষ-প্রত্যয়ী ও সময়ের শ্রেষ্ঠ শিক্ষক হতে প্রশিক্ষণের বিকল্প নেই। বাংলাদেশে আরবি ভাষাশিক্ষকদের ক্ষেত্রে সেই প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনুভব করে— রাজধানীর বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ আয়োজন করেছে ‘শিক্ষক প্রশিক্ষণ কর্শালা’।
আগামী ৪ মার্চ (বৃহস্পতিবার) দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে। এই প্রসঙ্গে মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ মহিউদ্দীন ফারুকী ঢাকা পোস্টকে বলেন—
যেকোনো কাজকে সুষ্ঠু ও ফলপ্রসূভাবে সম্পন্ন করার জন্য যথাযথ পদ্ধতি অবলম্বন ও কলাকৌশল প্রয়োগ করা জরুরি। প্রতিটি কাজের সফলতার ক্ষেত্রে উপযুক্ত পদ্ধতি গ্রহণ ও যথাযথ কলাকৌশল প্রয়োগের ভূমিকা অপরিসীম। আমরা জানি, শিক্ষাদান আর শিক্ষা অর্জন— দুইটি আলাদা বিষয়। সে কারণে শিক্ষাদান বা কোনো তথ্য প্রদানের জন্য যথাযথ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনেক বেশি। প্রখ্যাত মুসলিম দার্শনিক ইবনে খালদুন (রহ.) বলেছেন, শিক্ষকতা বা যেকোনো বিষয় অন্য কাউকে জানানো ও বোঝানো বা পড়ানো— একটি শিল্প। শিল্প অর্জনের প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
এই গুরুত্ব অনুধাবন করেই মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ আরবি ভাষা শিক্ষকদের জন্য এমন একটি কর্শশালার আয়োজন করেছে। আমরা আশা করছি— এই কর্মশালার মাধ্যমে আরবি ভাষার শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতি আরো সুন্দর, গোছালো, স্বার্থক ও সাফল্যমণ্ডিত হবে ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, বাংলাদেশে আরবি ভাষা শিক্ষার প্রচার-প্রসার ও মানোন্নয়নে কাজ করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ।
কর্মশালার সময় ও অংশ গ্রহণের নিয়ম
এক. ৪ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় অংশ নিতে নিবন্ধন ফি বাবদ ২৫০ টাকা জমা দিতে হবে। বিকাশের মাধ্যমে নিবন্ধ ফি পাঠানো যাবে।
দুই. যারা আরবি ভাষার শিক্ষক বা কোনো প্রতিষ্ঠানে নতুন শিক্ষক হয়েছেন— তারা এ কর্মশালাতে অংশ নিতে পারবেন। কর্মশালাসংক্রান্ত সার্বিক বিষয়াবলি জানতে যোগাযোগ করা যাবে এই নম্বরে : ০১৭৩৬২১১৭৫৫।