বিশ্বকাপে ব্রাজিলের জন্য পররাষ্ট্র সচিবের শুভকামনা

আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল-২০২২। আসন্ন বিশ্বকাপে ব্রাজিল ফুটবল দলের জন্য শুভকামনা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বুধবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতে আসেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। এ সময় পররাষ্ট্র সচিব ব্রাজিলকে শুভকামনা জানান।
পররাষ্ট্র সচিবের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাতের তথ্য এক বার্তায় জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ। বার্তায় বলা হয়, পররাষ্ট্র সচিব-রাষ্ট্রদূত দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে জোর দেন।
উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ।
এনআই/এসকেডি