মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

রাজধানীর শ্যামপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে তানজিল আলম নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। বুধবার (৩ মার্চ) রাতে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
নিহতের বাবা আবু তাহের ঢাকা পোস্টকে বলেন, দেড় মাস ধরে মোটরসাইকেল কিনে দিতে বলছিলো তানজিল। কম দামে ৭০-৮০ হাজার টাকা দিয়ে মোটরসাইকেল কিনতে বললে সে রাজি হয়নি। পরে রাত ১১টার দিকে গলায় ফাঁস দেয়। ওই অবস্থা থেকে তানজিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, মোটরসাইকেল কিনে না দেওয়ায় সে আত্মহত্যা করেছে। বিষয়টি আমরা শ্যামপুর থানাকে জানিয়েছি।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাম কানাই সরকার জানান, খবর পেয়ে রাত ৩টায় মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঢামেক/এমএইচএস