দুই কিশোরকে ছুরিকাঘাত-লাঠিপেটা করল একদল কিশোর

রাজধানীর রায়েরবাজারে দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে বিশ-পঁচিশ জন কিশোরের একটি দল।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রায়েরবাজার এলাকার মধুবাজারে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত স্কুলছাত্রদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন।
আহতরা হল- রিফাত মোল্লা (১৭) ও মো. রাহাত (১৭)। তারা রায়েরবাজার সালেহ হক পাবলিক স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যারা ছুরিকাঘাত করেছে আহতরা তাদের শনাক্ত করতে পারেনি। আহত দুই স্কুলছাত্র ঢামেকে চিকিৎসাধীন। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আহত রিফাত সাংবাদিকদের জানায়, তারা দুজনই মধুবাজার এলাকার বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় তারা ৪ বন্ধু মিলে মধুবাজারে রাস্তার পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। তখন কমপক্ষে ২০-২৫ জন কিশোর ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে। এছাড়া তাদেরকে লাঠিপেটাও করে।
ঢামেক সূত্র জানায়, দুইজনকেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাদের মধ্যে রিফাতের ডান পায়ে আঘাত লেগেছে। এছাড়া তার ডান হাতের আঙুল কেটে গেছে। রাহাতের ডান হাতে ছুরিকাঘাত ও পেটে লাঠিপেটা করার চিহ্ন রয়েছে।
রিফাত ও রাহাতের পরিবার জানায়, হামলাকারীরা এলাকার কিশোর। তবে তাদের পরিচয় জানা যায়নি। এছাড়া রিফাত ও রাহাতের সঙ্গে এলাকার কারও ঝামেলা ছিল না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এআর/এইচকে