কুড়িলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় কিশোর নিহত

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (১৬) এক কিশোর নিহত হয়েছে।
বুধবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর পৌনে একটায় ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) সানু মং মারমা ঢাকা পোস্টকে বলেন, ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা সিল্কসিটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ওই কিশোর গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ দুপুরে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, নিহত ওই কিশোরের পরিচয় এখনো শনাক্ত হয়নি। আশপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করেও তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএএ/জেডএস