দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে ১৪৭ মনোনয়ন বাতিল

দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়েছেন ১৪৭ প্রার্থী। ৬১টি পৌরসভা নির্বাচনে যাচাই বাছাইয়ে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) এগুলো যাচাই বাছাই করে মেয়র পদে ৩১ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ২৫ জন ও সাধারণ ওয়ার্ডে ৯১ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়।
ইসি সূত্র জানায়, গত রোববার (২০ ডিসেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত মেয়র পদে ২৬২ জন মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ে ৩১ জনের মনোনয়ন বাতিল হওয়ায় এ পদে বৈধ প্রার্থী থাকল ২৩১ জন, সাধারণ কাউন্সিলর পদে দুই হাজার ৫৩৬ জন জমা দিয়েছিলেন। এর মধ্যে ৯১ জনের মনোনয়ন বাতিল হওয়ায় বৈধ প্রার্থী থাকল দুই হাজার ৪৪৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৬৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ২৫ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বৈধ প্রার্থী থাকলো ৭৩৯ জন। তিন পদে মোট তিন হাজার ৫৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্য থেকে ১৪৭ জনের মনোনয়ন বাতিল হওয়ায় এখন বৈধ প্রার্থীর সংখ্যা রইলো তিন হাজার ৪১৫ জন।
গত ২ ডিসেম্বর দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণা করে ইসি। এসব পৌরসভা ভোটে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল ২০ ডিসেম্বর, ২২ ডিসেম্বর ছিল যাচাই-বাছাই, মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২৯ ডিসেম্বর আর আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপে ২৯ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ৩২টিতে কাগজের ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মনোয়নপত্র বাছাইয়ের পর একক প্রার্থী রয়েছে দুইটি পৌরসভায়। এগুলো হলো- পাবনার জেলার ভাঙ্গুরা ও পিরোজপুরের পিরোজপুর পৌরসভা। পাবনা জেলার ভাঙ্গুরা পৌরসভায় দু’টি মনোনয়ন জমা পরেছিল। বাছাইয়ে একটি মনোনয়নপত্র বাতিল হওয়ায় এখানে একক প্রার্থী রইলো। এছাড়া পিরোজপুরের পিরোজপুর পৌরসভায় তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে সেখানকার দুইজনের মনোনয়ন বাতিল হওয়ায় সেখানে এখন বৈধ প্রার্থী একজন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারাসহ সংক্ষুব্ধরা চাইলে আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। সেখানেও সন্তুষ্ট না হলে কোর্টে আবেদন করতে পারবেন।
এসআর/ওএফ