আবারও বিকল ফায়ার সার্ভিসের সব ল্যান্ডফোন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হটলাইনের +০২৯৫৫৫৫৫৫ সহ সব ল্যান্ডফোন নম্বর বিকল হয়ে গেছে। আগুনের সংবাদ জানানোর জন্য আগের কোনো নম্বরই কাজ করছে না।
বুধবার (২৩ ডিসেম্বর) ভোর ৫টার পর থেকে নম্বরগুলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মোহাম্মদ রায়হান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোর থেকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের সব ল্যান্ডফোন সাময়িকভাবে বিকল হয়ে গেছে। লাইন মেরামতের কাজ চলছে।
তিনি জানান, ফায়ার সার্ভিসের জরুরি সেবা নিতে ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৯৬৮৮৮১১১১ নম্বরে ফোন দিতে হবে। এছাড়াও গ্রাহকরা জরুরি সেবা ৯৯৯ নম্বরেও ফোন দিতে পারেন।
এর আগে নভেম্বরের ৪ তারিখও একইভাবে বিকল হয়ে গিয়েছিল ল্যান্ডলাইনগুলো।
এআর/ওএফ