‘সরকারকে বেকায়দায় ফেলার বৈঠক’ থেকে বিএনপির ৩২ নেতাকর্মী গ্রেপ্তার

‘সরকারকে বেকায়দায় ফেলার জন্য গোপন বৈঠক’ করছিলেন বিএনপির নেতাকর্মীরা। এমন অভিযোগে রাজধানীর মহাখালীর একটি ফুডকোর্ট থেকে দলটির ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের একটি ফুডকোর্টে গোপন বৈঠকের সময় বিএনপির ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’
ওসির দাবি, ‘গ্রেপ্তারদের মধ্যে বেশ কয়েকজন আগের একটি মামলার আসামি। বাকিদের নিয়ে তারা মূলত সরকারকে বেকায়দায় ফেলতে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। পুলিশের ওপর হামলা ও ককটেল বোমা উদ্ধারের অভিযোগে গত ২৩ অক্টোবর দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’
ওসি বলেন, গ্রেপ্তারদের মধ্যে বনানী থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ রয়েছেন। গ্রেপ্তার ৩২ জনের মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে শনিবার (১২ নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেইউ/জেডএস