ডিসি সম্মেলন স্থগিত

আগামী বছরের ৫ থেকে ৭ জানুয়ারি এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে সরকার। করোনাভাইরাস মহামারির কারণে এ সম্মেলন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম।
বুধবার (২৩ ডিসেম্বর) তিনি ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসি সম্মেলন স্থগিত করার কথা আমাদের জানানো হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ বাড়ছে। পরে সুবিধাজনক সময়ে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
জানা গেছে, প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে সম্মেলন আয়োজনের সব প্রস্তুতি কার্যক্রম প্রায় সম্পন্ন হলেও মন্ত্রিপরিষদ বিভাগ ও মাঠ প্রশাসনের অনেক কর্মকর্তা খুশি ছিলেন না। এই অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে ডিসি সম্মেলন স্থগিত করা হলো।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনকে সামনে রেখে সারাদেশ থেকে ডিসিদের পাঠানো প্রায় তিনশ প্রস্তাব চুড়ান্ত হয়েছে। তিন দিনের সম্মেলনে কয়টি অধিবেশন, কখন কারা উপস্থিত থাকবেন তাও চূড়ান্ত হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রায় সব দপ্তরে আমন্ত্রণপত্র পাঠানোর প্রস্তুতি ছিল। ঠিক এমন সময় সম্মেলন স্থগিত করা হয়েছে।
প্রতি বছরের জুলাই মাসে ঢাকায় ডিসি সম্মেলন হয়। গত বছর ১৪ থেকে ১৮ জুলাই এই সম্মেলন হলেও এবার করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায়। পরে নতুন বছরের জানুয়ারির শুরুতে সম্মেলন করার পরিকল্পনা হয়।
প্রতি বছর তিন দিনব্যাপী হলেও গত বছর থেকে ডিসি সম্মেলন পাঁচ দিনব্যাপী হচ্ছে। প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন। পরে বিভিন্ন অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রী-সচিব অংশ নেন। এ অধিবেশনগুলো সচিবালয়ে অনুষ্ঠিত হয়।
গত বছরই ডিসি সম্মেলনে প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা বৈঠক করেন।
এসএইচআর/এইচকে