জঙ্গি ছিনতাইয়ের ঘটনা তদন্তে আরও সময় চাইবে কমিটি

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রতিবেদন জমা দিতে আরও সময় চাইবে তদন্ত কমিটি। এর আগে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গঠিত এই কমিটির।
কমিটি সূত্রে জানা যায়, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বিচার-বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দিতে আরও সময় চাইবে কমিটি।
আসামি পালিয়ে যাওয়া সংক্রান্ত দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে করণীয় সম্পর্কে বিস্তারিত সুপারিশমালা প্রণয়নের কথা রয়েছে এই তদন্ত কমিটির।
গত রোববার (২০ নভেম্বর) বিকেলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক আদেশে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ কার্যদিবসের মধ্যে ডিএমপি কমিশনারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার (২২ নভেম্বর) তদন্ত কমিটির সভাপতি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার ঢাকা পোস্টকে বলেন, আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে না। তদন্ত শেষ করতে আরও সময় লাগবে।
কমিটি গঠন নিয়ে ডিএমপি কমিশনারের আদেশে বলা হয়, সিএমএ কোর্টের সামনে থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এ সংক্রান্তে দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে করণীয় সম্পর্কে বিস্তারিত সুপারিশমালা প্রণয়নের লক্ষ্যে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন>>জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে (ক্রাইম অ্যান্ড অপস) সভাপতি করে কমিটির বাকি চার সদস্য হলেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন), যুগ্ম কমিশনার (সিটিটিসি), ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিআরও)।
উল্লেখ্য, গত রোববার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দুই জঙ্গিকে একটি মামলায় আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাদের নিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশের চোখে-মুখে স্প্রে করে জঙ্গি সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেওয়া নেয় তাদের সহযোগীরা। এই দুই জঙ্গি দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
আরও পড়ুন>> জঙ্গি ছিনতাই : রিমান্ডে ১০ আসামি
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে, আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি আসামি ছিনতাইয়ের মাস্টারমাইন্ড হলেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রধান সমন্বয়ক মেজর (চাকরিচ্যুত) সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়া। তার অনুমতিতে এই ছিনতাই অপারেশন পরিচালনা করেন সংগঠনের সামরিক শাখার প্রধান মশিউর রহমান ওরফে আইমান।
গ্রেপ্তার থাকা জঙ্গি আরাফাত ও সবুরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত সংশ্লিষ্টরা আরও জানায়, কনডেম সেলে থাকা ফাঁসির সাজাপ্রাপ্ত জঙ্গি আসামিরা প্রায় মোবাইল ফোনে যোগাযোগ করতেন। কারাগারে বসেই পরিকল্পনা হয় আসামি ছিনতাইয়ের।
প্রথমে ত্রিশালের জঙ্গি ছিনতাইয়ের মতো প্রিজনভ্যানে হামলার করে সহযোগীদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে কাশিমপুর থেকে পুরান ঢাকায় আদালত পর্যন্ত আনা-নেওয়ার সময় প্রিজনভ্যানে হামলা করাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয় তাদের।
তাই তুলনামূলক কম নিরাপত্তা থাকায় ছিনতাই অপারেশনের স্পট হিসেবে বেছে নেয় আদালত প্রাঙ্গণকে। আর অপারেশনের জঙ্গি সদস্যদের ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেতে দুটি মোটরসাইকেল নিয়ে এসেছিল সহযোগীরা।
আরও পড়ুন>>জঙ্গি ছিনিয়ে নেওয়ার মিশনে অংশ নেয় ১৭-১৮ জন
জানা গেছে, ঘটনার পর তদন্তের অংশ হিসেবে সোমবার (২১ নভেম্বর) সিটিটিসি একাধিক টিম কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার পরিদর্শনে যায়। প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে তারা কারাগার থেকে কার মোবাইল নম্বরের মাধ্যমে জঙ্গিরা বাইরে যোগাযোগ করেছিল তা জানার চেষ্টাও চলছে।
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান বলেন, আদালত চত্বর থেকে দুই জঙ্গি সদস্যকে ছিনতাই অপরারেশনে নেতৃত্বদানকারীর নাম-পরিচয় শনাক্ত করা গেছে। এই অপারেশনে তাদের বেশকয়েকজন সহযোগীকেও শনাক্ত করা হয়েছে। জঙ্গি ছিনতাই অপারেশনে নেতৃত্বদানকারীসহ সবাইকে গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসতে আমরা কাজ করছি।
এমএসি/এমএ
টাইমলাইন
-
০২ ডিসেম্বর ২০২২, ১৭:৪০
জঙ্গি ছিনতাই : অমি-ঈদী আমিন ফের রিমান্ডে
-
০১ ডিসেম্বর ২০২২, ১৩:২৩
জঙ্গি ছিনতাই : ১০ আসামি ফের ৫ দিনের রিমান্ডে
-
৩০ নভেম্বর ২০২২, ১৩:৩৩
আদালত থেকে জঙ্গি ছিনতাই : আরও এক পুলিশ সদস্য বরখাস্ত
-
২৯ নভেম্বর ২০২২, ১৮:১৬
জঙ্গি ছিনতাই মামলায় আরও ৩ জন রিমান্ডে
-
২৮ নভেম্বর ২০২২, ১৯:২৮
দুই জঙ্গি ছিনতাই : তদন্তে আরও সময় চায় কমিটি
-
২৭ নভেম্বর ২০২২, ১৫:৩৯
আদালত থেকে জঙ্গি ছিনতাই : আরও দুই পুলিশ সদস্য বরখাস্ত
-
২৪ নভেম্বর ২০২২, ১৪:১১
জঙ্গি ছিনতাই : গ্রেপ্তার অমির সাত দিনের রিমান্ড
-
২৪ নভেম্বর ২০২২, ১২:৫৫
জঙ্গিদের হাতে টাকা তুলে দেয় অমি
-
২৩ নভেম্বর ২০২২, ১৩:১০
জঙ্গিদের গ্রেপ্তার না করা পর্যন্ত ঝুঁকি থেকেই যায়
-
২২ নভেম্বর ২০২২, ১৪:১০
জঙ্গি ছিনতাইয়ের ঘটনা তদন্তে আরও সময় চাইবে কমিটি
-
২২ নভেম্বর ২০২২, ১৩:৩৭
জঙ্গিদের ডান্ডাবেড়ি পরানোর জন্য কারা অধিদপ্তরকে চিঠি
-
২২ নভেম্বর ২০২২, ১০:৪৭
‘ধরা পড়েও’ না পড়া মেজর জিয়াই এখন বড় হুমকি
-
২১ নভেম্বর ২০২২, ১৮:৫১
জঙ্গি ছিনতাইয়ে নেতৃত্ব দেওয়া ব্যক্তিসহ কয়েকজনের নাম জানা গেছে
-
২১ নভেম্বর ২০২২, ১৮:০৫
জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এবার পুলিশ সদরদপ্তরের তদন্ত কমিটি
-
২১ নভেম্বর ২০২২, ১৪:৪৯
আদালত থেকে জঙ্গি ছিনতাই : ঘটনাস্থলে তদন্ত কমিটি
-
২১ নভেম্বর ২০২২, ১৪:২২
পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করছে র্যাব
-
২১ নভেম্বর ২০২২, ১৪:১৭
জঙ্গি ছিনতাইয়ের মোটরসাইকেলটি পুরান ঢাকার হাসান আল মামুনের
-
২১ নভেম্বর ২০২২, ১২:৩৮
আদালত থেকে জঙ্গি ছিনতাই : পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত
-
২১ নভেম্বর ২০২২, ১২:২৫
জঙ্গি ছিনিয়ে নেওয়ার মামলা তদন্ত করবে সিটিটিসি
-
২১ নভেম্বর ২০২২, ০৬:১৩
পালিয়ে যাওয়া জঙ্গিরা শিগগিরই ধরা পড়বে : স্বরাষ্ট্রমন্ত্রী
-
২১ নভেম্বর ২০২২, ০০:৪১
জঙ্গি ছিনিয়ে নেওয়ার মিশনে অংশ নেয় ১৭-১৮ জন
-
২০ নভেম্বর ২০২২, ২১:৫১
জঙ্গি ছিনতাই : রিমান্ডে ১০ আসামি
-
২০ নভেম্বর ২০২২, ২১:৩৪
জঙ্গি ছিনতাই : ১০ আসামিকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন
-
২০ নভেম্বর ২০২২, ২১:০৪
‘রেকি’ করে চাবি ও অ্যান্টিকাটার নিয়ে এসেছিল জঙ্গিরা
-
২০ নভেম্বর ২০২২, ২০:৩২
জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২২ জনকে আসামি করে মামলা
-
২০ নভেম্বর ২০২২, ১৯:২৭
জঙ্গি ছিনতাই : ঘটনাস্থল পরিদর্শনে ডিএমপি কমিশনার
-
২০ নভেম্বর ২০২২, ১৯:২৬
ফাঁসির আসামিকে ডান্ডাবেড়ি পরানো হয়নি কেন, প্রশ্ন আইনজীবীদের
-
২০ নভেম্বর ২০২২, ১৭:০৩
দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ডিএমপির তদন্ত কমিটি
-
২০ নভেম্বর ২০২২, ১৬:২৭
আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার হওয়া উচিত ছিল
-
২০ নভেম্বর ২০২২, ১৬:২৫
বিচার শুরুর দিনেই লাপাত্তা দুই জঙ্গি
-
২০ নভেম্বর ২০২২, ১৬:১৫
পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার
-
২০ নভেম্বর ২০২২, ১৬:০৯
‘ওপেন কাজ হয়েছে, কেউ ভয়ে সামনে যায়নি’
-
২০ নভেম্বর ২০২২, ১৫:৫৭
পুলিশ হন্যে হয়ে জঙ্গিদের খুঁজছে : স্বরাষ্ট্রমন্ত্রী
-
২০ নভেম্বর ২০২২, ১৫:৩৪
রাজধানীতে রেড অ্যালার্ট জারি
-
২০ নভেম্বর ২০২২, ১৫:২২
সারা দেশের আদালতগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ
-
২০ নভেম্বর ২০২২, ১৫:১৪
আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার, পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা
-
২০ নভেম্বর ২০২২, ১৪:৫৬
ঢাকায় সর্বোচ্চ সতর্কতা, চেকপোস্ট বাড়ানোর নির্দেশ
-
২০ নভেম্বর ২০২২, ১৩:৫৮
পুলিশের মুখে ‘স্প্রে’ করে লাপাত্তা দুই জঙ্গি