পুলিশ-বিএনপি সংঘর্ষ

আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ ডিসেম্বর ২০২২, ০২:৫৪ পিএম


আর্জেন্টিনার জার্সি পরা সেই ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ

পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার (৭ ডিসেম্বর) পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় শর্টগান হাতে আর্জেন্টিনার জার্সি পরিহিত এক ব্যক্তিকে দেখা গেছে। তিনি রাজনৈতিক ব্যক্তি নাকি পুলিশের সদস্য তা এখনো নিশ্চিত নয় পুলিশ। তার পরিচয় জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, আর্জেন্টিনার জার্সি গায়ে এক ব্যক্তিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। আমার সেটা দৃষ্টিগোচর হয়েছে। তবে তাকে এখনো চিহ্নিত করা যায়নি। আমি এখনো মাঠে। অন্য কর্মকর্তারাও মাঠে। 

আরও পড়ুন : ১০ ডিসেম্বর : কী খেলা হবে? 

তিনি পুলিশের নাকি অন্য কোনো রাজনৈতিক দলের? জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। 

বুধবার পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের পাশেই শর্টগান হাতে মারমুখী অবস্থানে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরিহিত ওই ব্যক্তিকে। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
 
জেইউ/এমএসি/জেডএস

টাইমলাইন

Link copied