পেঁয়াজ আমদানি : দুই দিনের জন্য প্রতিদিন ইস্যু করা হবে ৫৭৫টি করে আইপি

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর দুই দিনের জন্য প্রতিদিন ৫৭৫টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে।
রোববার (১৪ ডিসেম্বর) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ১৫ ও ১৬ ডিসেম্বর ২০২৫ দুই দিনের জন্য প্রতিদিন ৫৭৫টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে আগের মতো সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে।
আরও পড়ুন
আবেদনের বিষয় আগের মতো বলবৎ থাকবে। ১ আগস্ট ২০২৫ থেকে যেসব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন, তারাই কেবল এই দুই দিন আবেদন পুনরায় দাখিল করতে পারবেন।
একজন আমদানিকারক একবার আবেদনের সুযোগ পাবেন বলেও তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
এসএইচআর/এসএসএইচ